thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আনোয়ারের বাসা থেকে বোমাসহ সরঞ্জাম উদ্ধার

২০১৩ নভেম্বর ০৪ ১৭:৩২:০৭
আনোয়ারের বাসা থেকে বোমাসহ সরঞ্জাম উদ্ধার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পকেটে রাখা ককটেল বিস্ফোরণে আহত আনোয়ার হোসেনের আফতাবনগরের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালের এ অভিযানে বোমা, বোমা তৈরির উপকরণ ও বইপত্র উদ্ধার করেছে ডিবির বোমা নিষ্ক্রিয়কারী দল।

ডিবির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় দিরিপোর্ট২৪কে জানান, সকাল ১০টার দিকে আনোয়ারের আফতাবনগরের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বোমাসহ বোমা তৈরির অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আনোয়ার একটি সক্রিয় বোমা বিস্ফোরণকারী গোষ্ঠির সদস্য। সে আফতাবনগরের ওই বাসায় মা, বোন ও স্ত্রীসহ বাস করার পাশাপাশি বোমা তৈরি করতো। তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান ডিসি ডিবি।

প্রসঙ্গত, রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর কাঁটাবনে নিজের পকেটে রাখা ককটেল বিস্ফোরণে আনোয়ার আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

(দিরিপোর্ট২৪/এআইএম/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর