thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দুরপাল্লার বাস চলাচল বন্ধ, ট্রেন-লঞ্চ স্বাভাবিক

২০১৩ নভেম্বর ০৪ ১৭:৩৪:৫৬
দুরপাল্লার বাস চলাচল বন্ধ, ট্রেন-লঞ্চ স্বাভাবিক

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

তবে অন্যান্য দিনের মতো ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে গেছে ট্রেন ও লঞ্চ।

সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, হরতালের আগের দিন রাত থেকেই দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে চলাচলকারী সকল দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। আগামী দুই দিনও একই রকম থাকবে। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের মতো রাজধানীর মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকেও কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

এ ব্যাপারে ঈগল পরিবহনের পান্থপথ কাউন্টারে যোগাযোগ করা হলে তারা জানান, রবিবার রাতের সকল দূরপাল্লার গাড়ির সিডিউল বাতিল করা হয়। কারণ ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগে। ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার আনিস দিরিপোর্ট২৪কে বলেন, ‘দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে আমাদের সার্ভিস বেশি। কিন্তু এই দুটি রুটে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৭ থেকে ৮ ঘন্টার সময় লাগে। রবিবার রাত থেকেই আমাদের সকল দূরপাল্লার গাড়ির সিডিউল হরতাল শেষ না হওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। হরতাল শেষে আবার স্বাভাবিক সিডিউল অনুযায়ি বাস চলাচল শুরু করবে।’

একই তথ্য জানায় হানিফ এন্টারপ্রাইজ ও সোহাগ পরিবহন কর্তৃপক্ষ।

সদরঘাট লঞ্চ টার্মিনাল: হরতালে স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল। চাঁদপুরের নজরুল ইসলাম সকাল নয়টা থেকে বসে আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালের যাত্রী বিশ্রামাগারে। একটু সকালেই এসেছেন তিনি। জরুরি কাজে গ্রামের বাড়িতে যাবেন। নজরুলের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি। পারিবারিক জরুরি কাজে আজকে তাকে যেতে হচ্ছে গ্রামের বাড়িতে। নজরুল দিরিপোর্ট২৪ ডটকমকে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ঘাটে পৌঁছেছি। টিকিট কেটে বসে আছি। ১১টায় লঞ্চ ছাড়ার কথা ছিলো। এখন শুনছি সেটা ১২টায় ছেড়ে যাবে।’

হরতালে লঞ্চ চলাচল সম্পর্কে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী দিরিপোর্ট২৪ ডটকমকে বলেন, ‘অন্যান্য দিনের মতো আজকেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু যাত্রী সংখ্যা অনেক কম হওয়ায় প্রতিটি লঞ্চ সিডিউলের চাইতে আধ ঘণ্টা দেরিতে ছাড়ছে।’

তিনি বলেন, ‘কোন হরতালেই লঞ্চ চলাচল বন্ধ থাকে না। তবে হরতালের কারণে যাত্রীরা ঘাটে পৌঁছাতে পারে না। এতে করে স্বাভাবিক দিনের চাইতে যাত্রীসংখ্যা কমে যায়।’

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-যান কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ) সদরঘাট লঞ্চ টার্মিনালের যুগ্ম-পরিচালক (বন্দর) সাইফুল হক খান দিরিপোর্ট২৪কে বলেন, ‘হরতালের দিনেও সকাল থেকে এ পর্যন্ত দিবা-সার্ভিসের ৭টি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৩৭টি লঞ্চ ঘাটে ভিড়েছে।’

সাইফুল হক বলেন, ‘হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক। অন্যান্য দিনের মতো লঞ্চের সিডিউলে কোন সমস্যা হচ্ছে না। তবে অধিকাংশ লঞ্চই কম যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।’

কমলাপুর রেল স্টেশন : বিরোধীদলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। হরতালে ট্রেনের সিডিউলে কোন পরির্বতন আনা হয়নি। অন্যান্য দিনের মতোই সকাল থেকে আন্ত:নগর ট্রেন ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোঃ খায়রুল বশীর দিরিপোর্ট২৪কে বলেন, ‘হরতালে ট্রেন চলাচলের উপর কোন প্রভাব ফেলেনি। সময় মতোই প্রতিটি ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা সকল আন্তঃনগর ট্রেন সময় মতো কমলাপুরে পৌছেছে।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/এমসি/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর