thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

সাভারে বসতবাড়িতে আগুন

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৬:৫৬:৫১
সাভারে বসতবাড়িতে আগুন

সাভার সংবাদদাতা : সাভারে একটি বসতবাড়িতে আগুনে তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার নূরুল আমিন চিশতীর বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

বাড়ির মালিক নূরুল আমিন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নূরুল আমিনের বাড়ির একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ওই বাড়ির তিনটি কক্ষের সব মালামাল পুড়ে যায়।

আগুনে ওই বাড়ির নয় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন বাড়ির মালিক।

সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর