thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

হরতালে ১০ জনের দণ্ড, আটক ২১

২০১৩ নভেম্বর ০৪ ১৯:২৯:৩৬
হরতালে ১০ জনের দণ্ড, আটক ২১

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে রাজধানীতে ১০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ২১ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, ‘সোমবার ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় হরতালে হাতবোমা বিস্ফোরণ, যানবহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দিয়েছেন।’

তিনি বলে, ‘দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন সোমবার সকালে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় হরতালকারীদের মিছিল থেকে পুলিশের ওপর হাতবোমা ছুঁড়ে মারেন। এ সময় ৮৪ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল মাহমুদ (১৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির কর্মী ইকবাল হোসেন (২০) এবং তিতুমীর কলেজ ছাত্রদলের কর্মী মোজাম্মেল হোসেনকে (২০) চারটি হাতবোমাসহ গ্রেফতার করা হয়। এ অভিযোগে তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।’

এর আগে রবিবার রাতে শ্যামপুর বাজার এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমকে(৩০) চারটি ককটেলসহ আটকের পর তাকেও একই দণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরও ৬ জনকে ডিএমপি এলাকায় কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছ।

(দিরিপোর্ট২৪/কেজেএন/এআইএম/এনডিএস/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর