thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মির্জাপুরে বাসচাপায় মা-মেয়ে নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:৩২:৪২
মির্জাপুরে বাসচাপায় মা-মেয়ে নিহত

টাঙ্গাইল সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের কদিমধল্লায় বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- কমলা বেগম (২৭) ও তার দুই বছরের মেয়ে রোজিনা আক্তার। কমলা বেগম মির্জাপুর উপজেলার রহিতপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, বিকেলে মেয়েকে নিয়ে ঘটনাস্থলে রাস্তা পার হচ্ছিলেন কমলা বেগম। এ সময় ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এআর/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর