thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

ফরিদপুরে স্কুলছাত্রের গলাকাটা মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১৩:২২:০৫
ফরিদপুরে স্কুলছাত্রের গলাকাটা মৃতদেহ উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা : সদর থানার অম্বিকাপুর ভাষাণচর এলাকা থেকে মঙ্গলবার সকালে মো. রিংকু শেখ নামে এক স্কুলছাত্রের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

তার পিতার নাম মো. আক্কাছ শেখ। বাড়ি ফদিপুর সদর থানার রঘুনন্দনপুর মুসলিম মিশনের পেছনে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিল হক দ্য রিপোর্টকে জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে অম্বিকাপুর ভাষাণচর এলাকার একটি মাঠ থেকে রিংকুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি ছুরি ও একটি বেল্ট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের পিতা মো. আক্কাছ শেখ জানান, রিংকু কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণীতে পড়ত। পাশাপাশি একটি অটোরিকশা চালাত সে। সোমবার সন্ধ্যায় সে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার সকালে অটোমালিক খোঁজ করে রঘনন্দনপুর ময়লাগাড়ী এলাকায় অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। তবে রিংকুকে পাওয়া যায়নি। এরপর অম্বিকাপুর এলাকা থেকে এক কিশোরের গলাকাটা মৃতদেহের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার ছেলের মৃতদেহ শনাক্ত করেন।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে- এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর