thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

ধুনটে বিএনপির প্রার্থীকে বিদ্রোহীর সমর্থন

২০১৪ ফেব্রুয়ারি ১১ ২০:৪৬:২৭
ধুনটে বিএনপির প্রার্থীকে বিদ্রোহীর সমর্থন

বগুড়া সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়েছেন বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ডুপলে। তিনি প্রচারণা বন্ধ করে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ধুনট প্রেস ক্লাবে মঙ্গলবার সন্ধায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

ময়নুল হক বলেন, ‘দলের আদর্শ ও শৃঙ্খলার প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। দলের মনোনীত প্রার্থী শাহজাহান আলীকে সমর্থন দিয়ে আমি এবং আমার সব নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।’

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি চতুর্থ এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে একজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও অপর প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর