thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

চতুর্থ উপজেলা নির্বাচন

চার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির অনুমতি দিয়েছে ইসি

২০১৪ ফেব্রুয়ারি ১২ ০৯:৪৯:৫৭
চার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির অনুমতি দিয়েছে ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চারটি উপজেলার চারজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মঙ্গলবার চিঠি দিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে প্রশাসনিক কারণে নিম্নলিখিত চারটি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির আদেশ দেয় ইসি।

এ চারটি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তঃজেলার উপজেলায় বদলি করা হয়।

যাদের বদলি করা হয় তারা হলেন- মানিকগঞ্জ জেলার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (লাইন ওআর) খন্দকার ইমাম হোসেনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওই জেলার সাটুরিয়া থানায়, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মশিয়ুর রহমানকে মানিকগঞ্জ জেলায়, কুষ্টিয়া জেলার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (লাইন ওআর) শেখ লুৎফর রহমানকে কুমারখালী থানায় এবং ওই জেলার (অফিসার ইনচার্জ, ডিবি) মো. আলী নওয়াজকে খোকসা থানায় বদলি করা হয়।

(দ্য রিপোর্ট /এমএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর