thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ফরিদপুরে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১০:২৬:৩৬
ফরিদপুরে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের নগরকান্দায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ভবুকদিয়া বাসস্ট্যান্ডের কাছে বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. শাহিন মিয়া (৩৫), পিতা- ডা. নান্নু মিয়া, বাড়ি ভাঙ্গা সদরের চৌধুরীকান্দা এবং দলিল লেখক মো. ইসমাইল (৪০)। তারা পরস্পর চাচাতো ভাই।

নগরকন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবসার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে ভাঙ্গা থেকে দুই মোটরসাইকেল আরোহী ফরিদপুর আসছিলেন। নগরকান্দার ভবুকদিয়া বাসস্ট্যান্ডের কাছে ফরিদপুর থেকে বরিশালগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই আরোহীসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়। পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর