thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

২০১৪ ফেব্রুয়ারি ১২ ১২:১৬:০৭
কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পোড়াদহ রেলস্টেশনের ১ নাম্বার আপলাইনে বুধবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

পোড়াদহ জিআরপি থানার আফজাল হোসেন জানান, যশোরের নওয়াপাড়া থেকে একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী যাওয়ার সময় পোড়াদহ রেলস্টেশনে পৌঁছলে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগির উদ্ধারকাজ চালাচ্ছে। তবে ডাবল লাইন থাকার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খুলনা এর সর্বশেষ খবর

খুলনা - এর সব খবর