thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিরোধীদলীয় এমপি ও মহিলা লীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

২০১৩ নভেম্বর ০৫ ১১:২৬:২৭

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জাতীয় সংসদ এলাকায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ১৮ দলের টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ ভবনের ভেতরে এবং নাজমা আক্তার এমপি ও অপু উকিলের নেতৃত্বে মহিলা লীগের নেতাকর্মীরা ন্যাম ভবনের সামনে অবস্থান নিয়েছে।

হরতালের সমর্থনে ভোর থেকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় মিছিল করে। যুব মহিলা লীগ নেত্রী নাজমা আক্তার এমপি ও অপু উকিল এমপির নেতৃত্বে সংসদের ভবনের বাইরের রাস্তায় হরতাল বিরোধী মিছিল বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকা ত্যাগ করার সময় ন্যাম ভবনের সামনে মহিলা লীগের নেতাকর্মীরা তাদের লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়। একপর্যায়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ ভবনের ভেতরে চলে যায়। আর ন্যাম ভবনের সামনে অবস্থান নেয় মহিলা লীগের নেতাকর্মীরা। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

(দিরিপোর্ট২৪/কে/এমসি/নভেম্বর ০৫. ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর