thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

বগুড়ায় ট্রেনে হামলা-সংঘর্ষ, আহত ৭

২০১৩ নভেম্বর ০৫ ১২:৪৩:১৬
বগুড়ায় ট্রেনে হামলা-সংঘর্ষ, আহত ৭

বগুড়া সংবাদদাতা : ১৮ দলের ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বগুড়া রেলস্টেশনে সকালে পদ্মরাগ এক্সপ্রেসে পিকেটারদের হামলা, রেল পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৫ ট্রেন যাত্রী আহত, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে পুলিশকে লক্ষ্য করে সদর থানা গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেনজির আহমেদ বলেন, সকাল সোয়া ৮টার দিকে পিকেটারদের ছোড়া ইটপাটকেলে ৫-৭ জন ট্রেনযাত্রী আহত হন। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বগুড়া রেল পুলিশের এসআই বিমল চাকী বলেন, রেল পুলিশ ও সদর থানা পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পিকেটারদের ছত্রভঙ্গ করেছে। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, রেলস্টেশনে ৪০ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পিকেটারদের ছত্রভঙ্গ করা হয়েছে। থানার আশপাশে ককটেল বিস্ফোরণ হতে পারে, তবে থানার ভেতরে হয়নি।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজির আহম্মেদ খান বগুড়া রেলস্টেশনে পিকেটারদের হামলার কথা স্বীকার করেছেন।

(দিরিপোর্ট২৪/এএস/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর