thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

হরতালের দ্বিতীয়দিনেও স্বাভাবিক রেলযোগাযোগ

২০১৩ নভেম্বর ০৫ ১৩:১১:০৭
হরতালের দ্বিতীয়দিনেও স্বাভাবিক রেলযোগাযোগ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথমদিনের মতো দ্বিতীয়দিন মঙ্গলবারও রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে।

নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে অধিকাংশ ট্রেন ছেড়ে গেছে। আর সোমবার রাতের ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে।

এদিন সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক (সিআই) মো. মুজিবুর রহমান দিরিপোর্ট২৪কে বলেন, ‘হরতালে রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে নির্ধারিত ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। আর দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা সোমবার রাতের ট্রেনগুলো নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। হরতালকে কেন্দ্র করে রেল কর্তৃপক্ষ স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি পুলিশ ও র‌্যাবের সদস্যরা সব সময় এলাকায় টহল দিচ্ছেন।’

(দিরিপোর্ট২৪/এনটি/এমসি/এএস/০৫ নভেম্বর, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর