thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মোহাম্মদপুর ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণ, আটক ১

২০১৩ নভেম্বর ০৫ ১৬:৩৯:১২
মোহাম্মদপুর ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণ, আটক ১

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যাণ্ডে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থল থেকে ইসমাইল হোসেন (২২) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবিরকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে দুপুর আড়াইটায় ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে শিবিরকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অপরদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

দুপুর সোয়া তিনটায় রমনা থানার শান্তিনগরের বাটা শো-রূম সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষটির সতত্য নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/ডি/এমএইচ/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর