thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

চুয়াডাঙ্গায় জোড়াশিশুর জন্ম

২০১৬ অক্টোবর ১৯ ১৭:৩৭:৩৯
চুয়াডাঙ্গায় জোড়াশিশুর জন্ম

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের একটি ক্লিনিকে সীমা খাতুন নামের এক গৃহবধূ জোড়া শিশুর জন্ম দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই শিশু দুটির জন্ম হয়।

সীমা খাতুনের স্বামী মুকুল হোসেন জানান, তার স্ত্রী সীমা খাতুনের ব্যথা শুরু হলে তাকে বুধবার সকালে ক্লিনিকে ভর্তি করা হয়। ডাক্তার অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর পরামর্শ দিলে আমরা তাতে রাজি হই। সকাল সাড়ে ৮টার দিকে অপারেশন করে পেট জোড়া লাগা দুটি মেয়ে সন্তানের জন্ম হয়। আমরা গরীব মানুষ, কীভাবে এখন চিকিৎসা চালাবো?

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, আমি ওই ক্লিনিকে গিয়ে সীমা খাতুন নামের প্রসূতিকে অপারেশন করি। এই মুহূর্তে করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব যমজ বাচ্চা দুটি ঢাকা মেডিকেল কলেজ কিংবা পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করা। শিশুর পরিবারটি অত্যন্ত গরীব হওয়ায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে।

(দ্য রিপোর্ট/এম/এপি/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর