thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন স্কোর ইংলিশদের

২০১৬ অক্টোবর ২১ ১১:৫৮:৩৪
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন স্কোর ইংলিশদের

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। আর এই ম্যাচে বাংলাদেশের স্পিনার ইংলিশ ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করেছে। বাংলাদেশের তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামই ইংলিশদের ১০টি উইকেট নিয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের সাগরিকা মাঠে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম দিন শেষে তারা সংগ্রহ করে ২৫৮ রান। আর দ্বিতীয় দিনে তারা স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান যোগ করতে পারে। ফলে প্রথম ইনিংস শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ উইকেটে ২৯৩।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২৯৫ রান। ২০০৩ সালে অক্টোবরে ঢাকায় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই সংগ্রহ করেছিল ইংলিশরা।

এদিকে নিজের অভিষেক ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দিয়ে একাই ইংলিশদের ৬টি উইকেট তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আর দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর