thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিবির-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ১

২০১৩ নভেম্বর ০৫ ১৮:১৩:০৬
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ১

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ইসমাইল হোসেন(২২) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিক এ ঘটনা ঘটে। এর আগে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে শিবিরকর্মীরা মিছিল করে।

দুপুরে হরতালের সমর্থনে মোহাম্মদপুর থানা শিবির সভাপতির নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাধা দেয় পুলিশ। এ সময় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিবিরকর্মীরা এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শহীদুল ইসলাম বিসয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল হোসেনকে নিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের আটক অভিযান চলছে।

(দিরিপোর্ট২৪/কেএস/ ডি/আইজেকে/এমডি/নভেম্বর ৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর