thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

তারপরও দল নিয়ে গর্বিত তামিম

২০১৬ ডিসেম্বর ০৬ ২০:৩৩:৪৩
তারপরও দল নিয়ে গর্বিত তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেশন ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাজশাহী কিংসের কাছে তারা হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। এই হারের পরও নিজের দল নিয়ে গর্বিত চিটাগাং অধিনায়ক তামিম। কারন হিসেবে তিনি মনে করেন, দলগতভাবেই তার দল ঘুরে দাড়িয়েছিল চলতি আসরে। তবে, শেষ পর্যন্ত আসরে টিকে থাকতে না পারায় কাউকে দোষও দিতে চান না তিনি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে তামিম সাংবাদিকদের বলেন, ‘এখন আসলে টুর্নামেন্ট শেষ। বলার অনেক কিছুই আছে। তবে, এই সময়ে কাউকে কোনও দোষ দিয়ে লাভ নেই। আমি কালকেও (সোমবার) কথাটা বলেছিলাম যে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, খেলোয়াড়দের নিয়ে আমি অনেক গর্বিত।’

এদিকে চলতি আসর থেকে চিটাগাং বিদায় নিলেও বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় সবার উপরে রয়েছেন দলটির অধিনায়ক তামিম।১৩ ম্যাচ শেষে তার সংগ্রহ ৪৭৬ রান। এতে তামিম খুশি হলেও, তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না শেষ ম্যাচের হারের কারণে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলেন আমি খুশি। টুর্নামেন্টে যেভাবে খেলেছি, রান প্রায় ৪০০’র উপরে। এটি অসাধারণ। যে ধরনের ব্যাটিং আমি করেছি, খুশি। তবে দিন শেষে রানগুলো যদি দলকে জেতাতে সাহায্য না করে এটার কোনও মূল্য নেই। যদি আরও ১০ ভাগ বেশি ভালো করতাম! আজকে আমি আরও একটু ভালো খেললে হয়তো ১০ রান বেশি হতো।’

(দ্য রিপোর্ট/এজে/ডিসেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর