thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

প্রবীণের সঙ্গে নবীনের পোশাক বদল!

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৮:৩৪:০৩
প্রবীণের সঙ্গে নবীনের পোশাক বদল!

দ্য রিপোর্ট ডেস্ক : এশিয়া মহাদেশের তরুণদের পোশাকে পাশ্চাত্যের ছাপ পড়লেও বেশিরভাগ প্রবীণই নিজস্ব সংস্কৃতির বাইরে কোনো পোশাক পড়েন না।

দুই প্রজন্মের মধ্যে যদি পোশাক অদল-বদল করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে ভাবুন তো? চিন্তায় পড়ে গেলেন? না চিন্তার কিছু নেই। একই পরিবারের দুই প্রজন্মের পোশাক বদলে অসাধারণ কিছু ছবি তুলেছেন আলোকচিত্রী কোজপ।

ছবি তোলার জন্য তরুণদের সহজে রাজী করাতে পারলেও প্রবীণদের যথেষ্ট খোশামোদ করতে হয়েছে বলেই জানিয়েছেন কোজপ। তবে ছবি তোলার পর নিজেদের কেমন দেখাচ্ছে তা দেখতে অধীর হয়ে উঠেছিলেন প্রবীণরা।

অনেকে তো নিজেদের নতুন রূপে মুগ্ধ হয়ে সারা দিনই পড়ে থাকতে চাইছিলেন সেই পোশাক। চলুন আমরাও দেখে আসি ভিন্ন প্রজন্মের ভিন্ন স্টাইল।

পোশাক বদলে দুই প্রজন্মের নতুন স্টাইল।

প্রবীণ বনাম নবীন। দেখুন তো পোশাকের কী বাহার!

যেন পুরনোর সঙ্গে নতুনের মিলন!

খুঁজে নিন তো, কে দাদা কে নাতি?

আপনার জন্যই। যেকোনো পোশাকই মানাবে আপনাকে।

ভগিনীদের স্টাইল। এই ছবি বলছে এগিয়ে যাচ্ছে এশিয়ার ফ্যাশন।

কে চুরি করেছে কার পোশাক?

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর