thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে ৬ শিবিরকর্মী আটক, নাশকতা সৃষ্টির নকশা উদ্ধার

২০১৩ নভেম্বর ০৬ ১০:৪৪:১৬
রাজধানীতে ৬ শিবিরকর্মী আটক, নাশকতা সৃষ্টির নকশা উদ্ধার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর আদাবর থানা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে পেট্রোল ও নাশকতা সৃষ্টির নকশা উদ্ধার করে পুলিশ।

বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে আদাবর শেখেরটেক ১০/৫৭/২ নম্বর বাড়িতে এ অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন, হুমায়ূন কবির ও আকবর হোসেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ওই বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির নকশা, ১৫ লিটার পেট্রোল, ৬টি হেলমেট, চাঁদার রশিদ ও জামায়াত-শিবিরের পক্ষে প্রচারণা চালানোর ৬ বস্তা বই উদ্ধার করে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতার অভিয়ান চলছে। সকালে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের একটি আস্তানার সন্ধান পাই এবং সেখানে অভিযান চালানো হয়।

তাদের কাছ থেকে আমরা পেট্রোল ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করি। একটি নকশা পাওয়া গেছে, যাতে কে কোন এলাকায় ককটেল বিস্ফোরণ করবে এবং গাড়িতে আগুন দেবে তাদের নাম লেখা আছে।’

(দিরিপোর্ট২৪/কেজেএন/এমসি/জেএম/এইচএসএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর