thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

পাকিস্তানকে ২৩১ রানের টার্গেট বাংলাদেশের

২০১৬ ডিসেম্বর ১৮ ১৫:৪৬:১২
পাকিস্তানকে ২৩১ রানের টার্গেট বাংলাদেশের

দ্য ‍রিপোর্ট ডেস্ক : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশের যুবারা। রবিবার (১৮ ডিসেম্বর) গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে সাইফ হাসানের দল। দলীয় ৩১ রানে প্রথম উইকেটের পতন ঘটে। মাহিদুল ইসলাম অঙ্কন ব্যক্তিগত ৫ রানের মাথায় শাহিনশাহ আফ্রিদির বলে লেগ বিফোর উইকেটে ফাঁদে পড়ে বিদায় নেন।

এরপর দলপতি সাইফ এবং আফিফ মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে সাইফ ব্যক্তিগত ৩২ রানে উমর খানের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপর কিছুটা ছন্দপতন ঘটে দলের। দলে আর ২৪ রান যোগ করতে হাবিবুর রহমান ও রাইয়ান রাফসান রহমানের উইকেট দুটিও হারায় দল।

তবে আফিফ হোসেন এদিন ৮০ রানের চমৎকার একটি ইনিংস উপহার দিয়েছেন। এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এদিনের ম্যাচে। আফিফ ৮টি চার ও ২টি ছক্কার মারে এ ইনিংসটি সাজান।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাহিনশাহ আফ্রিদি, উমর খান, নাসির নওয়াজ এবং মোহাম্মদ হোসেন। আর সাদ খান নিয়েছেন একটি উইকেট।

(দ্য রিপোর্ট/এনপিএস/ডিসেম্বর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর