thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

গার্মেন্টসের পরেই পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব : মেনন

২০১৬ ডিসেম্বর ১৮ ১৭:৪২:৫৩
গার্মেন্টসের পরেই পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব : মেনন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পর্যটন সেক্টরের সঠিক পরিচর্যা করতে পারলে গার্মেন্টস শিল্পের পরেই এই শিল্প থেকে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রাজধানীর মহাখালীতে অবকাশ হোটেলের সম্মেলন কক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) বর্তমান অবস্থায় পর্যটন খাতের ইমেজ পুনরুদ্ধারে সংবাদকর্মীদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালাটির আয়োজন করে পর্যটনখাতের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

মন্ত্রী বলেন, ‘ট্যুরিজম সেক্টর থেকে যা আয় হয় তার শতভাগই বাংলাদেশে থেকে যায়। কিন্তু অন্য খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার বেশিরভাগই আবার বিদেশেই চলে যায়।’

তিনি বলেন, ‘অবকাঠামোগত দুর্বলতাই পর্যটন খাতের প্রধান বাধা। অবকাঠামো উন্নয়নে আমরা হাঁটি হাঁটি পা করে এগোচ্ছি। গত দুই বছরে ট্যুরিজম দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তবে আমরা এখনও আন্তর্জাতিক ট্যুরিজমে প্রভাব ফেলতে পারিনি।’

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান কবির বলেন, ‘ইমেজ সংকটে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ভুগছে। বার বার শুধু হলি আর্টিজানের দিকে তাকালেই হবে না। সবকিছুর পরেও আমরা এগিয়ে যাচ্ছি।’

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী বলেন, ‘টুরিস্টদের কনফিডেন্স ডেভেলপ করার একমাত্র মাধ্যম হলো মিডিয়া। এক্ষেত্রে মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ই-ভিসা হলে ভিসা প্রক্রিয়ার অনেক কিছুই সমাধান হবে।’

(দ্য রিপোর্ট/এনটি/জেডটি/ডিসেম্বর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর