thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

শান্তিপূর্ণভাবে শেষ হলো নাসিক নির্বাচনে ভোটগ্রহণ

২০১৬ ডিসেম্বর ২২ ১৬:১৮:৩০
শান্তিপূর্ণভাবে শেষ হলো নাসিক নির্বাচনে ভোটগ্রহণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরশন (নাসিক) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। বেলা ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলে। তবে ৪টার মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগের পর সেসব ভোট গ্রহণ বন্ধ করা হবে। ভোটগ্রহণের পর শুরু হবে ভোট গণনা।

সকাল থেকেই উৎসব মূখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৮জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আ’লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নির্বাচনে দু প্রার্থীই তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। দু’জনই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমকে/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর