thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

শান্তিপূর্ণ নির্বাচনের নতুন রেকর্ড নাসিক : কাদের

২০১৬ ডিসেম্বর ২২ ১৮:০৪:২৭
শান্তিপূর্ণ নির্বাচনের নতুন রেকর্ড নাসিক : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতিকে দেওয়া ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাসিক নির্বাচন শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল ঠিক এই সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আস্থা, দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বলেছি, আমরা নারায়ণগঞ্জ নির্বাচন যেকোন মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সর্বাত্মক স্বাধীনতা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জাতিকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে ওয়াদা দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করেছি।’

গতকাল বুধবার একই কার্যালয়ে নাসিক নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নাসিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে বিএনপিকে আন্দোলনের কোন সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আজকে আমার মনে হয় শান্তিপূর্ণ নির্বাচনের একটা নতুন রেকর্ড স্থাপন হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে। অনেক শঙ্কা, অনেক তৃতীয় শক্তি, অনেক সমস্যা, অনেক সংকট, অনেক উদ্বেগ এসবের জল্পনা-কল্পনা ছিল। কিন্তু বাস্তবে সব কিছুই ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এগুলোর বাস্তব কোন ভিত্তি নেই সেটা নাসিক নির্বাচনে জনগণ এবং নির্বাচন কমিশন (ইসি) প্রমাণ করেছে। আমাদের পার্টি (আওয়ামী লীগ) সেখানে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। সরকারের সকলে দায়িত্ব পালন করেছে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য। এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের জনগণকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি নাসিক নির্বাচনে ইসি তাদের স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে সক্ষমতা প্রমাণ করেছেন। সেজন্য নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাই।

ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগের নৌকা মার্কাও প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন নির্বাচন শেষ হয়েছে। রেজাল্ট আসবে। ফলাফলের ব্যাপারেও আমরা ইনশাল্লাহ আশাবাদী। জনগণের রায়েই ইনশাল্লাহ আমরা বিজয়ী হব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মারুফা আকতার পপি, আনোয়ার হোসেন, আমিরুল আলম মিলন, এবিএম রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর