thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

টঙ্গীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ, আটক ১

২০১৩ নভেম্বর ০৬ ১৩:৩৪:৫৯
টঙ্গীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ, আটক ১

গাজীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের তৃতীয় দিনে বুধবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে বাসে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। অগ্নিসংযোগের সময় হরতালকারীরা ৪/৫টি ককটেলও বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে ৩ যুবদল কর্মী আহত হয়। আহত যুবদলের কর্মীরা হলেন শামীম (২৭), মিজানুর (২৫) ও কাশেম (২৫)।

পুলিশ এসময় ২টি তাজা ককটেলসহ রুবেল নামে এক যুবদল কর্মীকে আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টায় টঙ্গী ফায়ার সার্ভিসের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাড়ানো অবস্থায় তুরাগ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে হরতালকারীরা।

টঙ্গী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে হরতালকারীরা টঙ্গীর নিমতলী আউটার সিগন্যালে রেললাইনের স্লিপার তুলে ফেলে। এতে প্রায় ২ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচঅ/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর