thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১,  ৯ জিলহজ ১৪৪৫

পটুয়াখালীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২০১৭ জানুয়ারি ১৩ ১০:৩৩:১৮
পটুয়াখালীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় মাহবুব প্যাদা (২৫) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গভীর রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মাহবুব শহরের সবুজবাগ এলাকার ইউসুফ প্যাদার ছেলে। সে পটুয়াখালী ভোকেশনাল স্কুল অ্যান্ড ট্রেনিং কলেজের এইচএসসি ছাত্র।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে শহরের জুলফু কসাইর ছেলে আলামিন তার ক্যাডার বাহিনী নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিউমার্কেট এলাকায় মাহবুবের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মাহবুবের বাম ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে মাহবুবকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মাহবুবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। মাহবুবের লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/এনআই/জানুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর