thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীর শ্যামপুর ও বাড্ডায় ককটেল উদ্ধার

২০১৩ নভেম্বর ০৬ ১৫:৩১:০১
রাজধানীর শ্যামপুর ও বাড্ডায় ককটেল উদ্ধার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর শ্যামপুর থানার জুরাইনের মুন্সিবাড়ী এলাকা থেকে ২টি ককটেলসহ কাইউম(২৫) নামের এক ছত্রদল কর্মীকে আটক করেছে ‍পুলিশ। দুপুর সোয়া একটার দিকে তাকে আটক করা হয়।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ দিরিপোর্ট২৪কে জনান, মুন্সিবাড়ী এলাকায় টহল দেবার সময় পুলিশ দেখে এক যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ দৌড়ে গিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে ২টি ককটেল উদ্ধার করা হয় । প্রাথমিক তথ্যে জানা গেছে সে ছাত্রদলের কর্মী।

অপরদিকে, উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১টা ৪৫মিনিটে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/শুভ/এফএস/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর