thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : নাসিম

২০১৭ জানুয়ারি ২৩ ২২:৩১:১৪
জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ নির্বাচনেও জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে।’

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, রাজনীতি জনকল্যাণের জন্য। বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে এসে জনগণের কল্যাণে রাজনীতি করুক তা সবারই কাম্য। দেশের মানুষ আর ধ্বংসের রাজনীতি চায় না।

পরে তিনি সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদের কাউন্সিলর গোলাম রব্বানী ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কাজে কোন দুর্নীতি বা গাফিলতি সহ্য করা হবে না। এমনকি কেউ অযথা কাজে বাধা সৃষ্টি করলে তাকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

এ সময় নির্মাণকারী প্রতিষ্ঠান পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, প্রকল্পের পিডি ডাঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।

পরে তিনি সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, আশরাফুল ইসলাম চৌধুরী জগলুসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর