thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

কন্ডোমের বিজ্ঞাপন থেকে সানিকে সরানোর দাবি

২০১৭ মার্চ ০১ ২১:০০:০৫
কন্ডোমের বিজ্ঞাপন থেকে সানিকে সরানোর দাবি

দ্য রিপোর্ট ডেস্ক : কন্ডোমের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হোক সানি লিয়নকে। এছাড়া জন্ম নিয়ন্ত্রক ওষুধের বিজ্ঞাপন থেকে অন্য নারী অভিনেত্রীদের সরিয়ে দেওয়া হোক।

এই দুটি আবেদন জানিয়ে গোয়া নারী কমিশনে এক প্রস্তাবপত্র জমা দিল হিন্দু জনজাগ্রুতি সমিতির শাখা সংগঠন রণরাগিনী।

গোয়া নারী কমিশনে জমা দেওয়া আবেদনে ওই সংগঠন দাবি করেছে, প্রকাশ্যে যৌন আবেদনপূর্ণ অবস্থায় কন্ডোমের বিজ্ঞাপন দেওয়া হয় রাস্তার বিভিন্ন হোর্ডিংয়ে। যা দেখে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় পথ চলতি নারীদের। যার জন্যই ওই বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এমনকী জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটের বিজ্ঞাপনেও নারীদের উপস্থিতি সাধারণ নারীদের জন্যে অস্বস্তিকর। সংগঠনের দাবি, বিজ্ঞাপন থেকে ওই অংশ সরিয়ে দিয়েও প্রচার চালানো যায়। সেটা সকলের পক্ষেই ভালো।

গোয়া নারী কমিশনের চেয়ারম্যান বিদ্যা শেট তানাভাদে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টা খতিয়ে দেখে, তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/এফএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর