thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় যুক্তরাজ্য : ফখরুল

২০১৭ মার্চ ০৪ ১৮:৫৮:০৯
প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় যুক্তরাজ্য : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুক্তরাজ্য বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (৪ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে খালেদা জিয়ার এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্রিটিশমন্ত্রী অলোক শর্মারবৈঠক শেষে এ কথা বলেন তিনি। ব্রিটিশমন্ত্রী অলোক শর্মার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমানও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন,‘যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক চান। তারা বাংলাদেশে সবসময়ে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছেন।’

তিনি বলেন, ‘সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার পাশাপাশি, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বাণিজ্য সম্পর্ক, শিক্ষার ক্ষেত্রে কীভাবে কাঠামোগত উন্নয়ন করা যায় সে বিষয়ে কথা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি যে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। আমাদের বাণিজ্য-অর্থনীতিসহ অন্যান্য বিষয়গুলোতে যুক্তরাজ্যের অবদান দেখতে চাই। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যুক্তরাজ্যের কার্যকর ভূমিকা ধরে রাখতে বলেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ভিসা সংক্রান্ত জটিলতা কমানোর জন্যও আমরা আলাপ করেছি। যুক্তরাজ্যের ভিসা এখন দিল্লি থেকে সংগ্রহ করতে হয়। এতে আমাদের শিক্ষার্থীসহ ব্যবসা-বাণিজ্যের জন্য যারা যাওয়া-আসা করেন তাদের অনেক অসুবিধায় পড়তে হয়। তারা এ ব্যাপারে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর