thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

জাকার্তার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

২০১৭ মার্চ ০৬ ১০:১৩:৪০
জাকার্তার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সোমবার (৬ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়। সূত্র বাসস।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, চিফ হুইফ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

জাকার্তার হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে জাকার্তার স্থানীয় সময় বেলা ৩টায় বিমানটির অবতরণ করার কথা রয়েছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিবৃন্দ ইন্দোনিশার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন।

এ ছাড়া এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদের নেতৃত্বে ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এই সফরে যাচ্ছে।

সফরকালে শেখ হাসিনা জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় অবস্থান করবেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইডুডু এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে গঠিত এ আন্তর্জাতিক সংস্থার ২০তম বার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিন দিনের সফর শেষে বুধবার (৮ মার্চ) শেখ হাসিনা জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর