thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

মসুল দখলে ইরাকি বাহিনীর সঙ্গে আইএসের তুমুল সংঘর্ষ

২০১৭ মার্চ ০৬ ১০:২৯:৪৭
মসুল দখলে ইরাকি বাহিনীর সঙ্গে আইএসের তুমুল সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক : আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরটির পশ্চিমাংশে আইএস’র ব্যাপক প্রতিরোধের মুখে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দুই সপ্তাহ আগে আইএস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে আবারো মসুল দখলের অভিযান শুরু করে ইরাকি সরকারি বাহিনী। গত জানুয়ারিতে পশ্চিম মসুল আবারো দখল করে নেয় ইসলামিক স্টেট।

ইরাকি বাহিনীর একজন সামরিক কমান্ডার জানিয়েছেন, অভিযান শুরুর পর এখানেই তারা প্রচন্ডতম সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ইরাকের এই শহরের প্রাচীন অংশের সরকারি ভবনগুলো থেকে তারা এখন মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান নিয়েছেন।

তাদের সহায়তায় যোগ দিয়েছে মার্কিন বিমানবাহিনীও।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মসুল পুনরুদ্ধারের সংঘর্ষে অন্তত ৪৫ হাজার সাধারণ মানুষ শহরটি ছেড়ে চলে গেছে।

তাদের হিসাব অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে অন্তত দুই লাখের বেশি অধিবাসী শহর ছেড়ে যায়।

শরণার্থী শিবির খুলে অধিবাসীদের আশ্রয় দেবার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দাতব্য সংস্থা।

কিন্তু সংঘর্ষের ব্যাপকতা বাড়ার সাথে সাথে পালিয়ে আসা অধিবাসীদের সংখ্যা যে হারে বাড়ছে তা সামলাতে সমস্যার মুখে রয়েছে দাতব্য সংস্থাগুলো। সূত্র বিবিসি।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর