thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

লড়াইয়ের পুঁজি জোগাড়ে ভারতের সংগ্রাম

২০১৭ মার্চ ০৬ ১৭:৩৫:৩৭
লড়াইয়ের পুঁজি জোগাড়ে ভারতের সংগ্রাম

দ্য রিপোর্ট ডেস্ক : ব্যাঙ্গালুরু টেস্টে ম্যাচ বাঁচাতে রিতিমতো লড়াই করতে হচ্ছে স্বাগতিক ভারতকে। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ১২৬ রান। ক্রিজে টিকে থেকে এ লড়াই চালিয়ে যাচ্ছেন ওয়ানডাউনে নামা ব্যাটসম্যান চেতন পুজারা (৭৯) এবং ছয় নম্বরে ব্যাট করতে নামা আজিঙ্কা রাহানে (৪০)। এই সুবাদে সোমবার (৬ মার্চ) দিনশেষে ৪ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ২১৩ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এই সুবাদে দ্বিতীয় দিনের হাতে থাকা ৪৮ রানের লিডের সঙ্গে ৩৯ রান যোগ করে সফরকারীদের মোট লিড দাঁড়ায় ৮৭ রান।

অজিদের লিডের জবাবে এদিন ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৯ রানে ফিরে যান অভিনব মুকুন্দ। ব্যক্তিগত ১৬ রানে জস হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। আর লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি (৫১) করে স্টিভ ও’কিফের বলে আউট হন। বিরাট কোহলি এদিনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ২৫ বল খেলে ১টি চারের মারে ১৫ রান করে হ্যাজেলউডের বলে এলবিডব্লু’র শিকার হন। রবিন্দ্র জাদেজকেও ২ রানেই সাজঘরে ফেরান হ্যাজেলউড।

শনিবার (০৪ মার্চ) নিজেদের প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে সফফরকারীরা সংগ্রহ করেছিল ৪০ রান। অপরাজিত ছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (২৩ রান) ও ম্যাট রেনশো (১৫ রান)। এরপর দিনের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেটটি হারিয়েছে অজিরা। প্রথম দিনে ২৩ রানে অপরাজিত থাকা ওর্য়ানার আর ১০ রান যোগ করেই অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। তখন দলীয় রান ৫২। এরপর রেনশোর সঙ্গে যোগ দেন দলপতি স্মিথ। তিনি ক্রিজে থিতু হবারই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ৫২ বলে ৮ রান করে জাদেজার বলটি উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে হয়ে সাজঘরে ফিরেন তিনি।

উইকেটের একপ্রান্ত আগলে রেখে ধীরগতিতে ব্যাট করে চলছিলেন রেনশো। করেছেন হাফসেঞ্চুরিও। তাকে ফিরিয়ে ভারত শিবিরে বেকথ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। আউট হওয়ার আগে রেনশো ৫টি চার ও ১টি ছক্কার মারে ৬০ রান করেন।

এরপর পিটার হ্যান্ডসকম্বও ১৬ রানে জাদেজার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেন। আর রানের খাতা খোলার আগেই মিচেল মার্শকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইশান্ত শর্মা। এরপর উমেশ যাদবের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন ৬৬ রান করে শন মার্শ। এছাড়া দলের হয়ে মিচেল স্টার্ক ২৬ রান করেন।

ভারতের হয়ে ৬টি উইকেট তুলে নিযেছেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন ২টি এবং উমেশ যাদব ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন লোকেশ রাহুল।

অজি দলের স্পিনার নাথান লিয়ন একাই তুলে নেন ৮টি উইকেট।

(দ্য রিপোর্ট/এনপিএস/এজে/এনআই/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর