thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

কলকাতায় নারী দিবসের অনুষ্ঠানে স্পিকার প্রাচী

২০১৭ মার্চ ০৮ ১৩:০৬:৩০
কলকাতায় নারী দিবসের অনুষ্ঠানে স্পিকার প্রাচী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গে নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে কলকতার নন্দন পার্কে অনুষ্ঠিত হচ্ছে ‘ওমেন্স ফিল্ম ফ্যাস্টিভ্যাল’।

আজ বুধবার (৮ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিটে এই উৎসবে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে নারী নির্মাতা এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। সেমিনারে অংশ নিতে রোকেয়া প্রাচী বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সেমিনারে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা অনুমিতা দাশগুপ্ত।

এ উৎসব চলবে ১০ মার্চ পর্যন্ত। কলকাতা থেকে রোকেয়া প্রাচী বলেন, ‘নারী দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। এটা আমার জন্য আনন্দের এবং গর্বের।’

রোকেয়া প্রাচী অভিনীত চলচ্চিত্র ‘ডুব’ এখন তথ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশে আটকে রয়েছে। এছাড়া ব্যস্ত রয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত নির্মিতব্য চলচ্চিত্র ‘উড়োজাহাজ’-এর প্রস্তুতি নিয়ে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/মার্চ ৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর