thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

আফগানিস্তানে সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা

২০১৭ মার্চ ০৮ ১৪:৪৯:৩৪
আফগানিস্তানে সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের কাবুলে সবচেয়ে বড় সেনা হাসপাতালে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে চিকিৎসকদের ছদ্মবেশে কয়েকজন সন্ত্রাসী হাসপাতালে প্রবেশ করেই সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি ছোড়ে।

আলজাজিরার খবরে বলা হয়, হামলার ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত ও ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছে আফগান কর্তৃপক্ষ।

কর্তপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। তবে হাসপাতালের ভেতর এখনও সন্ত্রাসীরা অবস্থান করছে। ৪শ শয্যাবিশিষ্ট সরদার দাউদ খান নামের হাসপাতালটি মার্কিন দূতাবাসের খুব কাছেই অবস্থিত।

হাসপাতালের ভেতরে থাকা জিম্মিরা মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভেতরে অন্তত ৫ সন্ত্রাসী অবস্থান করছে। তাদের প্রত্যেকের হাতেই স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে।

বুধবার সকালে হাসপাতালটির ভেতরে প্রথমে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পরে ভেতরে থাকা কর্মচারী ও রুগীদের মারফত জঙ্গি হামলার বিষয়টি নিশ্চিত হয়। গেল সপ্তাহেই কাবুলে পৃথক আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হন।

(দ্য রিপোর্ট/এআরই/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর