thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

চলতি মাসেই প্যনেলভুক্ত শিক্ষকদের নিয়োগে সুপারিশ

২০১৭ মার্চ ০৮ ১৮:৫১:৫০
চলতি মাসেই প্যনেলভুক্ত শিক্ষকদের নিয়োগে সুপারিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি মাসের (মার্চ) ৩০ তারিখের মধ্যে প্যানেলভুক্ত সব শিক্ষকের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে প্রাইমারি স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকদের পদগুলো নিয়মানুযায়ী পদোন্নতির মাধ্যমে পূরণ করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল কালাম, আলী আজম এবং মোহাম্মদ ইলিয়াছ অংশ নেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানিয়েছে, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালুকরণ, ৩য় ধাপে স্কুল সরকারিকরণ এবং শিক্ষকদের আত্তীকরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুকরণ এবং শিক্ষানীতি-২০১০ এর আলোকে ছাত্র-শিক্ষক অনুপাত সম্পর্কে আলোচনা হয়। কমিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিত্তবান অভিভাবকদের আর্থিক সহায়তায় মিড ডে মিল কার্যক্রম চালু রাখার সুপারিশ করে।

বৈঠকে স্কুল পরিদর্শন কার্যক্রম আরো জোরদার করার জন্য দ্রুততম সময়ের মধ্যে ই-মনিটরিং ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়া অব্যাহত রাখার সুপারিশও করে।

এ ছাড়া বৈঠকে তৃতীয় ধাপে স্কুল সরকারিকরণ এবং আত্তীকৃত শিক্ষকদের চাকরি সরকারিকরণের প্রক্রিয়াটি বাস্তবায়নের সুপারিশ করা হয়।

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর