thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

খাদিজার মামলার রায়ে সংসদে সন্তোষ

২০১৭ মার্চ ০৮ ২১:১০:৪৫
খাদিজার মামলার রায়ে সংসদে সন্তোষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারী দিবসে বুধবার সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে নারী এমপিরা বলেন, নারী জাগরণে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। সিলেটের কলেজ ছাত্রী খাদিজার হত্যাচেষ্টা মামলার রায় নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে বুধবার বিকেল ৩টা ২২ মিনিটে শুরু হয়। পয়েন্ট অর্ডারে ফ্লোর নিয়ে নারী সদস্যরা নারী দিবস উপলক্ষে এসব কথা বলেন।

প্রথমে ফ্লোর নেন সরকারি দলের নারী এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। পরে বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পী।

কেয়া চৌধুরী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টাকারী বদরুলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ব নারী দিবসে আদালতের এই রায় নারীদের সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রাকে আরো অনেক বেশি গতিশীল করবে।

ফজিলাতুন নেসা বাপ্পী সহমত প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী জাগরণে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই বাংলাদেশে জেন্ডার বাজেট দেওয়া হয়। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে সারাবিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধে যে সব নারীরা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন, ওইসব নারীদের প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করেছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর