thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

হাথুরুসিংহের ভাবনায় ৬০০ রান

২০১৭ মার্চ ০৮ ২৩:০১:৫১
হাথুরুসিংহের ভাবনায় ৬০০ রান

দ্য রিপোর্ট ডেস্ক : গল টেস্টের দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৩৩ রান। স্বাগতিকদের সঙ্গে এখনও ৩৬১ রান পিছিয়ে সফরকারীরা। এ অবস্থায় মুশফিকদের কাছ থেকে প্রথম ইনিংসে ৬০০ রানের স্কোর প্রত্যাশা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশ্য তৃতীয় দিনের উইকেটের ফাটলে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলেও মনে করছেন তিনি।

দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে বুধবার (৮ মার্চ) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ হাথুরুসিংহে। স্বাগতিকদের প্রথম ইনিংসে কত লক্ষ্যমাত্রা দিতে চান এমন প্রশ্নে জবাবে তিনি বলেছেন, ‘আমি ৬০০ রানই পছন্দ করব। প্রথম ইনিংস সব সময়ই গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে যতদূর সম্ভব যাওয়ার। সেটা ৫০০ কিংবা তারও বেশি হতে পারে। দিনের শুরুতে আমাদের অনেক সংগ্রাম করতে হবে। স্কোরবোর্ডে আমরা কত রান করি, তার ওপরই নির্ভর করবে অনেক কিছু। হতে পারে ড্র, জয় কিংবা পাঁচদিনে ম্যাচ গড়ানো।’

তবে ম্যাচের তৃতীয় দিনে উইকেট স্পিন সহায়ক হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে তার মনে। তেমন হলে ওই উইকেট থেকে সুবিধা আদায় করতে বেগ পেতে হবে টাইগার ব্যাটসম্যানদের এমনটাও মনে করছেন হাথুরুসিংহে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজকে আমাদের স্পিনাররা শক্তভাবে ফিরে এসেছে। উইকেট ধীরে ধীরে স্লো হচ্ছে এবং স্পিনাররা সুবিধা পাচ্ছে। আগামীকাল আমাদের ব্যাটসম্যানদের জন্য ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

তবে এদিন বোলারদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি কোচ। এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি বোলারদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নই। দলে বেশ কয়েকজন তরুণ বোলার রয়েছে। সাকিবই কেবল অভিজ্ঞ। বাকিদের সবাই মিলে ১৫টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’

(দ্য রিপোর্ট/এজে/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর