thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

নারী দিবসে মুক্তি পাচ্ছে 'নেকেড'

২০১৭ মার্চ ০৮ ২৩:৫৪:৫৯
নারী দিবসে মুক্তি পাচ্ছে 'নেকেড'

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে চলেছে কলকি কোচলিন-ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি নেকেড। চৌদ্দ মিনিটের এই ছোট ছবি মুক্তি পাবে অনলাইনে। সোশ্যাল মিডিয়ায় কীভাবে আক্রান্ত হচ্ছে মানবতা, তাই এই ছবির মূল বিষয়।

এক অভিনেত্রী আর এক জুনিয়র সাংবাদিক। অভিনেত্রীর ছবি রিলিজের আগে সাংবাদিক মেয়েটি একটি প্রশ্নপত্র তৈরি করে নায়িকার ইন্টারভিউ নেওয়ার জন্য। প্রস্তুতিতে মেয়েটি খুশি। কিন্তু তারপরেই ঘটে যায় অঘটন।

ফেস্টিভ্যালে মুক্তি পাওয়া ছবির ফুটেজ লিক হয়ে যায় অনলাইনে। সেই ফুটেজে নায়িকার নগ্ন ছবি। তাই নিয়েই দেশ তোলপাড়। আর এদিকে সাংবাদিক মেয়েরও প্রশ্নপত্র বদলাতে হয় বসের নির্দেশে।

সাক্ষাত্‍কারটি আর ঐ বিশেষ ফিল্মের নয়, করতে হবে ঐ নগ্নতার ফুটেজ নিয়ে। এই নিয়েই ছবি নেকেড।

প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কীভাবে নগ্ন হচ্ছে সমাজ, তাই দেখানো হয়েছে ছবিতে। ছবি যদি হয় পরিচালকের মিডিয়াম, তাহলে কেন বারবার নগ্নতা অভিনেত্রীর গায়ে কালি ছেটাতে পারে, তার উত্তর আজও পাওয়া যায় না।

সাম্প্রতিক অতীতে একই সমস্যার মুখে পড়েন রাধিকা আপ্তে এবং স্বরা ভাস্বর। নেকেড ছবি সেই বিতর্ককেই আবারও খানিকটা উস্কে দিল।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর