thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান

২০১৭ মার্চ ০৯ ১৫:০৮:৪১
শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৪ কার্যদিবস মূল্যসূচকের উত্থান হয়েছে। বৃহস্পতিবারের (৯ মার্চ) লেনদেনের মাধ্যমে এ টানা উত্থান হয়েছে। তবে এর আগে টানা ৫ কার্যদিবস পতন হয়েছিল। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৬৭২ পয়েন্টে। যা বুধবার ২৭ পয়েন্ট, মঙ্গলবার ৩৪ পয়েন্ট ও সোমবার ১৬ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে ৪ কার্যদিবসে ৯৯ পয়েন্ট বেড়েছে। তবে এর আগে টানা ৫ কার্যদিবস পতনে ৬২ পয়েন্ট কমেছিল।

মূল্যসূচক টানা বাড়লেও বৃহস্পতিবার ডিএসইতে আর্থিক লেনদেন কমেছে। এদিন প্রতিষ্ঠানটিতে ১ হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন যার পরিমাণ ছিল ১ হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৬ কোটি ৭৫ লাখ টাকার বা ৯ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে ১৫৭টি বা ৪৭.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২২টি বা ৩৬.৯৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি বা ১৫.৪৫ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল।

লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জিপিএইচ ইস্পাত, অগ্নি সিষ্টেমস, এ্যাপোলো ইস্পাত, সিএমসি কামাল ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৫৩ পয়েন্টে। বাজারটিতে ৬৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৪২টির।

এর আগেরদিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ৫০ পয়েন্ট বেড়েছিল। আর ৮৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।


(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর