thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ইউপি নির্বাচনে প্রার্থীদের নাম চেয়েছে আ’লীগ

২০১৭ মার্চ ০৯ ১৫:১৫:০৩
ইউপি নির্বাচনে প্রার্থীদের নাম চেয়েছে আ’লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত ৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ তৃণমূলের কাছে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণের নির্দেশ প্রদান করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়। এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট ৩১টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।

বার্তায় বলা হয়, ‘আগামী ১৬ এপ্রিল দেশের ৩১টি জেলার মোট ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জেলাসমূহের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের আগামী ১৫ মার্চের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সংশোধিত গঠনতন্ত্র অনুসারে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণপূর্বক ৩ জনের আগ্রহী প্রার্থীর নামের তালিকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ কেন্দ্রে পাঠাতে হবে।’

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।

(দ্য রিপোর্ট/এমএইচ/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর