thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

‘জোলি বাংলাদেশের বিদ্যা বালান’

২০১৭ মার্চ ০৯ ১৭:২৮:৩৭
‘জোলি বাংলাদেশের বিদ্যা বালান’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নবাগত চলচ্চিত্রাভিনেত্রী জোলিকে বাংলাদেশের ‘বিদ্যা বালান’ বলে অভিহিতি করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

জোলি অভিনীত ভালোবাসার গল্প নিয়ে নাদের চৌধুরী নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে’। শুক্রবার সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। অভিনয় ও গল্পের শক্তিতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে ছবিটি। এমন আশা প্রকাশ করেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, ‘গল্পই এ সিনেমার নায়ক-নায়িকা।’

ছবিটিতে জোলির অভিনয়ের প্রশংসা করে আব্দুল আজিজ বলেন, ‘আমি পুরো সিনেমাটি দেখে ব্যক্তিগতভাবে মুগ্ধ। সিনিয়রদের অভিনয় নিয়ে কিছু বলবো না। তারা পরীক্ষিত। তবে জলির অভিনয় আমাকে মুগ্ধ করেছে। শাহ রিয়াজের অভিনয়ও সবাইকে ‍মুগ্ধ করবে।’

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ আরো বলেন, ‘জলিকে গ্লামার চরিত্রে ভালো লাগে না। তার চেয়ে বিদ্যা বালানের মতো বিভিন্ন ধরনের চরিত্রেই সে ভালো করে। বিদ্যা বালান নারী প্রধান ছবিতেই বেশি অভিনয় করেন। জোলিকেও এ ধরনের ছবিতেই ভালো লাগে। জোলি বাংলাদেশের বিদ্যা বালান। ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি দেখে সবাই এই কথা স্বীকার করবেন।’

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কাহিনী নিয়ে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। তিনি বলেন, ‘হিন্দু আর মুসলিম দুই ধর্মের মানব-মানবীর ভালোবাসার গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এ ছবিতে জলির চরিত্রের নাম কৃষ্ণকলি। শাহ রিয়াজের চরিত্রের নাম রাজা।’

নির্মাতা নাদের চৌধুরী আরো বলেন, ‘ছবিটিতে বিদেশি কিছু নেই। সিনেমার গল্প গান অভিনয় সব কিছু দেশি।’ ছবিটির মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করেছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/মার্চ ৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর