thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

২০১৭ মার্চ ০৯ ১৭:৪৭:৫৩
উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ডানেডিন টেস্টে কেন উইলিয়ামসনের দ্বায়িত্বশীল ব্যাটিংয়ে ভালোই এগিয়ে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৯ মার্চ) দ্বিতীয়দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে তারা সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৭৭ রান। ৭৭ রান নিয়ে অপরাজিত আছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। তার সঙ্গে ৯ রান নিয়ে আছেন জিতান প্যাটেল।

এর আগেরদিনের হাতে থাকা ৪ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয়দিনের মতো এদিন ব্যাটিং শুরু করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয়দিনে এসে ৭৯ রান যোগ করে বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে সফরকারীদের ঝুলিতে জমা হয় ৩০৮ রান।

এদিন ১২৮ রান নিয়ে দিন শুরু করা ডিন এলগার আর ১২ রান যোগ করেই নিল ওয়াগনারের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এছাড়া টেম্বা বাভুমা করেছেন ৬৪ এবং অধিনায়ক ফাফ ডুপ্লিসিস করেছেন ৫২ রান।

নিউজিল্যান্ডের হয়ে ৬৪ রানে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এ ছাড়া ওয়াগনার ৩টি, জিতান প্যাটেল ২টি আর জিমি নিশাম নিয়েছেন একটি উইকেট।

(দ্য রিপোর্ট/এজে/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর