thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ডিবি পশ্চিম, ট্রাফিক-পূর্ব ও মিরপুর বিভাগ শ্রেষ্ঠ

ডিএমপি’র মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

২০১৭ মার্চ ০৯ ১৮:৪৭:০৩
ডিএমপি’র মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টার্সে বৃহস্পতিবার (৯ মার্চ) ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ফেব্রুয়ারি মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন এবিএম জাকির হোসেন (সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) হয়েছেন আবু বকর সিদ্দিক (শাহবাগ থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হয়েছেন মো. সাজু মিঞা (ভাষানটেক থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন্স) হয়েছেন মোহাম্মদ সেন্টু মিয়া (তেজঁগাও থানা), শ্রেষ্ঠ এসআই হয়েছেন যৌথভাবে এসআই মো. জাকির হোসেন (শ্যামপুর থানা) ও মো. আ. সালাম (বাড্ডা থানা), শ্রেষ্ঠ এএসআই হয়েছেন যৌথভাবে এএসআই সোহাগ ফকির (শাহ্আলী থানা) ও এএসআই সুজন কুমার সাহা (বনানী থানা)।

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এএসআই মো. জুবায়েত হোসেন (মতিঝিল থানা)। শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার যৌথভাবে সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা (দারুসসালাম জোন) ও কাজী মিজানুর রহমান (অফিসার ইনচার্জ, গেন্ডারিয়া থানা)। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার কাজী ওয়াজেদ আলী (অফিসার ইনচার্জ, কদমতলী থানা)। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই সুজন কুমার সাহা (বনানী থানা)।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিবি পশ্চিম। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ ডিবি-পশ্চিম টিমের শাহাদত হোসেন সুমা, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ ডিবি-উত্তর টিমের নিশাত রহমান মিথুন, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. ইকবাল হোছাইন (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, খিলগাঁও জোনাল টিম ডিবি-পূর্ব বিভাগ), বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. শামসুল আরেফিন (সহকারী পুলিশ কমিশনার অবৈধ অস্ত্র ও প্রতিরোধ টিম, ডিবি-দক্ষিণ), মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম শাহাদত হোসেন সুমা (সহকারী পুলিশ কমিশনার, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম)।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (রামপুরা ট্রাফিক জোন), শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মো. নুরনবী মৃধা (কোতয়ালী ট্রাফিক জোন), শ্রেষ্ঠ সার্জেন্ট মো. জাহিদুল ইসলাম (ওয়ারী ট্রাফিক জোন)।

বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন— জাপানি নাগরিককে হুমকি প্রদানকারী গ্রেফতারে ও ফেসবুকে ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রদানকারী গ্রেফতারে মো. নাজমুল ইসলাম (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ)। ব্লগার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতারে মো. জাহিদুল হক তালুকদার (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম বিভাগ), হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে যৌথভাবে মাহ্ফুজুল আলম রাসেল (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিবি-উত্তর) ও এসআই মো. ফারুকুজ্জামান মল্লিক (পল্লবী থানা), প্রশ্নপত্র ফাঁস চক্র গ্রেফতারে মো. গোলাম সাকলায়েন (সহকারী পুলিশ কমিশনার ডিবি উত্তর বিভাগ), ভিকটিম উদ্ধার ও অহরণকারী গ্রেফতারে যৌথভাবে মহরম আলী (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ডিবি-উত্তর) ও মো. রবিউল আলম (পুলিশ পরিদর্শক ডিবি দক্ষিণ বিভাগ), ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে যৌথভাবে মো. শাহিন ফকির (অফিসার ইনচার্জ কামরাঙ্গীরচর থানা) ও মো. পারভেজ ইসলাম (পুলিশ পরিদর্শক, তদন্ত, কোতয়ালী থানা), হত্যা মামলার আসামী গ্রেফতারে নূরে আলম সিদ্দিকী (অফিসার ইনচার্জ বংশাল থানা), ডাকাত গ্রেফতারে মো. পারভেজ ইসলাম (পরিদর্শক তদন্ত, কোতয়ালী থানা), ছিনতাইকারী গ্রেফতারে সম্মিলিতভাবে সার্জেন্ট মো. নাজুমল আহসান (তেজগাঁও ট্রাফিক জোন), এএসআই মো. বশির আহম্মেদ (দারুস সালাম ট্রাফিক জোন) ও কনস্টেবল মো. আব্দুল হাই (মতিঝিল ট্রাফিক জোন), মোটর সাইকেল উদ্ধারে সার্জেন্ট বিজন কুমার সরকার (ট্রাফিক পূর্ব বিভাগ), নিষিদ্ধ পলিথিন উদ্ধারে সার্জেন্ট মো. রেজাউল হক (ধানমন্ডি ট্রাফিক জোন), আসামী গ্রেফতারে আলমগীর হোসেন পাটোয়ারি (পুলিশ পরিদর্শক ডিবি দক্ষিণ বিভাগ)।

এ ছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন— যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস), যুগ্ম-পুলিশ কমিশনার (পিওএম), উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স), উপ-পুলিশ কমিশনার (অর্থ), সিস্টেম এনালিস্ট, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ)।

উঠান বৈঠকে অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্তরা হলেন— এস.এম শিবলী নোমান (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মতিঝিল বিভাগ), এবিএম জিয়াউল করিম (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ক্যান্টনমেন্ট জোন), কাজী মাইনুল ইসলাম (অফিসার ইনচার্জ খিলাগাঁও থানা), শিকদার মো. শামীম হোসেন (অফিসার ইনচার্জ কাফরুল থানা) ও মো. শাহীন ফকির (অফিসার ইনচার্জ কামরাঙ্গিরচর থানা)।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর