thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি রওশন এরশাদের

২০১৭ মার্চ ০৯ ১৯:০৯:৪৭
নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি রওশন এরশাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিকদের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জনিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সংসদে বৃহস্পতিবার (৯ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন বেগম রওশন এরশাদ।

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘ইতোমধ্যে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। চলমান আর্থ-সামাজিক অবস্থায় সাংবাদিকদের জীবন-মান উন্নয়ন ও ভালোভাবে বেঁচে থাকার জন্য নতুন ওয়েজবোর্ড দরকার।।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, ‘আপনি অত্যন্ত দয়ালু ও জনদরদী এবং এ কারণে আপনাকেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমার বিশ্বাস, আপনি অন্যান্য জনহিতকর কর্মকাণ্ডের মতোই পদক্ষেপ নিবেন।’

(দ্য রিপোর্ট/জেডটি/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর