thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

আয়কর বিভাগের বিচারাধীন মামলা ২১ হাজার ৩৯৭

২০১৭ মার্চ ০৯ ১৯:৩৪:২৮
আয়কর বিভাগের বিচারাধীন মামলা ২১ হাজার ৩৯৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ৩৯৭টি। এরমধ্যে আয়কর সংক্রান্ত ৪ হাজার ৪৪টি,ভ্যাট সংক্রান্ত ৩ হাজার ৪৩২টি এবং শুল্ক সংক্রান্ত ১৩ হাজার ৯১০টি বিচারাধীন মামলা রয়েছে।’

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ মার্চ) টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্যমো. নজরুল ইসলাম বাবুর (নারায়ণগঞ্জ-২) লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্বে করেন।

আইনমন্ত্রী আরো বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় উচ্চ আদালত তথা মাননীয় হাইকোর্ট বিভাগ ও মাননীয় আপিল বিভাগে আয়কর, শুল্ক ও মূসক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে বর্তমান অ্যাটর্নি জেনারেল ও তার নেতৃত্বাধীন অন্যান্য আইন কর্মকর্তাগণের সমন্বয়ে শুধুমাত্র এতদাসংক্রান্ত মামলা পরিচালনার জন্য অভিজ্ঞ সহকারী আটর্নি জেনারেল/ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেছেন এবং রাষ্ট্রের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপরেটর এবং অন্যান্য সংস্থা কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পতি করা হয়েছে।’

আনিসুল হক জানিয়েছেন,বিভিন্ন কাস্টম হাউসে ব্যাংক গ্যারান্টি জমা করে মালামাল খালাস নেয়ায় উক্ত ব্যাংক গ্যারান্টিগুলো আদালতের মধ্যেমে নগদায়ন সম্ভব হয়েছে । বর্তমান অবস্থায় রাজস্ব মামলা দায়েরের হার বহুলাংশে হ্রাস পেয়েছে ।

মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে তিনি বলেছেন, ‘সুপ্রিমকোর্ট স্পেশাল রেভিনিউ কোর্ট নির্ধারণ করায় একদিকে মামলা দায়েরের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, অন্যদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।’

এ কে এম রহমতুল্লাহ’র (ঢাকা-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘আইন ও বিচার বিভাগ নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মমলাগুলো দ্রুত নিস্পত্তির লক্ষ্যে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (সহায়ক কর্মচারীসহ) সৃজনের প্রস্তাবে পর্যায়ক্রমে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অচিরেই সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সৃজিত হবে এবং এ সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিস্পত্তি করা সম্ভব হবে।’

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর