thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঢাবিতে শোভাযাত্রা

২০১৭ মার্চ ১০ ১২:৩৫:২৮
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঢাবিতে শোভাযাত্রা

ঢাবি প্রতিনিধি : জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার(১০ মার্চ)সকাল ১০টায় শোভাযাত্রাটি বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিষ্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগ এ শোভাযাত্রার আয়োজন করে। এটির উদ্ভোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শোভাযাত্রারপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দুর্যোগ প্রতিরোধের জন্য আমাদের গণসচেতনতা জরুরী। এই ধরনের আয়োজন মানুষকে সচেতন করে। সব দুর্যোগ হয়তো আমরা ঠেকিয়ে রাখতে পারব না, তবে সচেতনতা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আমরা নিরাপদ থাকতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিষ্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ড. দিলারা জাহিদ সহ ইনিষ্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এর শিক্ষার্থীবৃন্দ।

(দ্য রিপোর্ট/একেএ/এমকে/মার্চ ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর