thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহে একটি বাসায় পুলিশি অভিযান

২০১৭ এপ্রিল ০৩ ১৪:৪৬:৫৩
জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহে একটি বাসায় পুলিশি অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানর চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

অভিয়ান শুরুর পর শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়ির ৪-৫টি কক্ষ থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ওই কক্ষগুলো থেকে ৫০ লাখ টাকার একটি চেক, ইলেক্ট্রনিক্স ডিভাইস, সুইচ ক্যাবল, জিহাদি বই ও বোমা তৈরির নানা রকম সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এলাকার ১৭০নং কালিবাড়ী রোডের অ্যাডভোকেট আনোয়ারুল কাদেরের ওই বাড়িটিতে গত কয়েকদিন ধরে বেশ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। এর সূত্র ধরেই সোমবার অভিযান চালাতে বাড়িটির চারপাশে অবস্থান নেয় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জেডটি/এপ্রিল ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর