thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১,  ৭ জিলকদ  1445

ঠোঁটের কালচেভাব দূর করার ঘরোয়া উপায়

২০১৭ এপ্রিল ১৯ ২২:২৩:৪৫
ঠোঁটের কালচেভাব দূর করার ঘরোয়া উপায়

দ্য রিপোর্ট ডেস্ক : শীত, গ্রীষ্ম নির্বিশেষে যেমন ত্বকের যত্ন প্রয়োজন, তেমনই যত্ন প্রয়োজন ঠোঁটের। অবহেলা করলে ঠোঁটে দেখা দিতে পারে কালচে ভাব। সেইসঙ্গে রুক্ষ মনে হতে পারে ঠোঁট।

ছেলে হোক কিংবা মেয়ে, ঠোঁট কালো হয়ে গেলে একেবারেই ভালো দেখায় না। আপনার ঠোঁটও কি কালো? বা কালো হতে শুরু করেছে? ঘরোয়া পদ্ধতিতে তা দূর করতে পারবেন সহজেই।

রেগুলার স্ক্রাব

প্রত্যেক সপ্তাহে অন্তত একবার প্রাকৃতিক উপাদান দিয়ে ঠোঁট স্ক্রাব করা উচিত। তাতে ঠোঁটের মরা চামড়া উঠে যায়। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। ভালো ফল পাবেন।

লেবু

ঠোঁটের কালচেভাব দূর করার সহজ উপায় লেবুর ব্যবহার। রাতে ঘুমতে যাওয়ার আগে লেবুর রস ঠোঁটে লাগিয়ে নিন। প্রত্যেকদিন এর আশানুরূপ ফল পাবেন। তাছাড়া লেবুর স্লাইস নিয়ে তার মধ্যে সামান্য চিনি মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। কালচে ভাব দূর হবে।

বিটরুট

ঠোঁটের কালচে ভাব দূর করতে অন্যতম আর একটি উপাদান এটি। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। যা আপনার ঠোঁটে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। রাতে ঘুমতে যাওয়ার আগে এর রস ব্যবহার করুন। বিটের লাল রস আপনার ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি রং নিয়ে আসবে।

(দ্য রিপোর্ট/এফএস/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর