thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় বোমার আঘাতে ৩ পুলিশ আহত

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১০:৩৮:০১
সাতক্ষীরায় বোমার আঘাতে ৩ পুলিশ আহত

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামে সোমবার ভোরে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ছোড়া বোমার আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এরা হলেন- পুলিশ কনস্টেবল আব্দুল জব্বার, আকতার ও রহিম। এ সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার নাম মো. আলম (২৮)। তিনি কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের দুলু সরদারের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, পুলিশ সোমবার ভোরে উপজেলার সাইহাটি গ্রামে আন্তঃজেলা মোটরসাইকেল চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

এ সময় বোমার স্প্লিন্টারে তিন পুলিশ সদস্য আহত হন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলম নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খুলনা এর সর্বশেষ খবর

খুলনা - এর সব খবর